Alexa ক্যারিবীয় দল এখন থেকে উইন্ডিজ, ‘ওয়েস্ট ইন্ডিজ’ নয়

ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৮ ১৪২৬,   ১৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ক্যারিবীয় দল এখন থেকে উইন্ডিজ, ‘ওয়েস্ট ইন্ডিজ’ নয়

 প্রকাশিত: ২২:৩২ ৩ জুন ২০১৭  

সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নাম বদলে যাচ্ছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ’-এর পতাকাতলে প্রতিনিধিত্বকারী সবগুলো দেশে ‘উইন্ডিজ’ নামে পরিচিত হবে। এ প্রসঙ্গে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, সামনের কয়েক বছরে আমরা ক্যারিবীয় অঞ্চলে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক। ২০১৮-২৩ সময়ের কৌশল পরিকল্পনা প্রণয়নকে সামনে রেখে খুব দ্রুত এই বিষয়ে পরামর্শ আদান প্রদান শুরু হবে। ‘উইন্ডিজ’ নাম গ্রহণের ব্যাখ্যা দিয়ে বোর্ড সভাপতি ডেভ ক্যামেরন বলেন, এই নামটি ক্যারিবীয় দ্বীপগুলোতে বেশি প্রচলিত। ক্রিকেটপ্রেমীদের কাছে ওয়েস্ট ইন্ডিজ দল উইন্ডিজ নামেই পরিচিত। এই অঞ্চলের অধিবাসী কিংবা ক্রিকেটপ্রেমীরা উইন্ডিজ নামটিকেই বেশি আপন মনে করেন। প্রসঙ্গত, একসময়ের বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ তালিকায় না থাকায় এই প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় নেই ওয়েস্ট ইন্ডিজ। মনে হচ্ছে এই সুযোগে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড নিজেদের নামও বদলে ফেলছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুসিবি) বদলে তাদের নাম এখন থেকে হবে- ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়ান এক্সপ্রেস