Alexa ক্যারিবিয়ান দ্বীপে মধুচন্দ্রিমায় প্রিয়াঙ্কা-নিক

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

ক্যারিবিয়ান দ্বীপে মধুচন্দ্রিমায় প্রিয়াঙ্কা-নিক

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১৪:৫৩ ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:৫৩ ১৩ জানুয়ারি ২০১৯

প্রিয়াঙ্কা ও নিক

প্রিয়াঙ্কা ও নিক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাস গত বছরের শেষের দিকে খ্রিষ্টান রীতি অনুযায়ী ও পরে হিন্দু রীতিতে বিয়ে করেন। ভারতের যোধপুরের উমেদ ভবনে বসেছিল এই দুই তারকার বিয়ের আসর। রাজকীয় সেই বিয়ের পর দিল্লি ও মুম্বাইতে হয় তিনটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। দিল্লির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির হয়েছিলেন। 

মুম্বাইয়ের সংবর্ধনার আগে সুইজারল্যান্ডে একটি ছোটখাটো মধুচন্দ্রিমা করে ফিরেছিলেন এই দম্পতি। সে সময় সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ চোপড়া, শাশুড়ি ডেনিসে, শ্বশুর পল কেভিন জোনাস, নিকের ভাই জো এবং ফ্র্যাঙ্কলিন জোনাস এবং জোয়ের প্রেমিকা অভিনেত্রী সোফি টার্নার।

প্রিয়াঙ্কা ও নিক বিয়ে ও বিয়ের সংবর্ধনা পর্ব শেষে লন্ডনেও গিয়েছিলেন। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সেখানে বড়দিনের আনন্দ উপভোগ করেছেন। এবারো তার নতুন বছর মধুচন্দ্রিমা দিয়ে শুরু হল।

এবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস পৌঁছে গেছেন আকাশের মতো নীল সাগরের পাড়ে। দুটি নারকেল গাছের সঙ্গে ঝোলানো দোলনায় কিশোরীর মতো দোল খাচ্ছেন প্রিয়াঙ্কা। এ রকম একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিক জোনাস নিজেই। মধুচন্দ্রিমার তরী গিয়ে ভিড়েছে ক্যারিবিয়ান এক দ্বীপে। প্রিয়াঙ্কার অভিসার শুরু হয় পরদেশিকে নিয়ে।

ক্যারিবিয়ান একটি দ্বীপে তাদের মধুচন্দ্রিমায় যাওয়ার কথা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু প্রিয়াঙ্কা জানতেন না, সেটা কোথায়। যেন চমকে দেয়ার জন্য বিষয়টি গোপন রেখেছিলেন নিক। গেল শুক্রবার সন্ধ্যায় খোলা চুলে একটি সুইমিং পুলের পাড়ে নিকের সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। 

ক্যারিবিয়ান সাগরের কোলে মধুচন্দ্রিমার দারুণভাবেই উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিগুলোই এর প্রমাণ দেয়।

ডেইলি বাংলাদেশ/এনএ/জেডআর