Alexa ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী!

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪৮ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ২০:০০ ১৬ অক্টোবর ২০১৯

দেবীনা বন্দ্যোপাধ্যায় ও তার স্বামী গুরমীত চৌধুরী

দেবীনা বন্দ্যোপাধ্যায় ও তার স্বামী গুরমীত চৌধুরী

পূজার রেশ কাটতে না কাটতেই বলিউড এবং টলিউডরের তারকারা পাড়ি দিয়েছেন বিদেশে। উদ্দেশ্য বছরভর ব্যস্ততা থেকে একটুখানি সময় বের করে নেয়া। রাজ-শুভশ্রী থেকে শুরু করে দেব-রুক্মিণী সবাই বেরিয়ে পড়েছেন বেড়াতে। সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের সিরিয়াল পাড়ায় পরিচিত মুখ বঙ্গললনা দেবীনা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী গুরমীত চৌধুরী। এই তারকা জুটি পাড়ি দিয়েছেন মালদ্বীপে।

হলুদ শর্টসে গুরমীত এবং কালো মনোকিনিতে দেবীনা যেন ‘মেড ফর ইচ আদার’। সোশ্যাল মিডিয়ায় তাদের ট্রিপের শেয়ার করা ছবি ইতিমধ্যেই ভাইরাল। কখনো দোলনায় দোল খাচ্ছেন দেবীনা, আবার কখনো বা গুরমীতের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। 

গুরমীতও কিন্তু কোনো অংশে কম যান না। ফ্যাশন স্টেটমেন্টে বউ দেবীনাকে রীতিমতো টেক্কা দেবেন তিনি। করেছেন জেট-স্কীও। দু’জনে মিলে যে চুটিয়ে মালদ্বীপের অবকাশ উপভোগ করছেন তার আঁচ বেশ ভালভাবেই পাওয়া যাচ্ছে।

২০১১ থেকে নেটিজেনদের ‘কাপল গোল’ দিয়ে চলেছেন দেবীনা এবং গুরমীত। ছোটপর্দার ‘রামায়ণ’-এ রাম এবং সীতার ভূমিকায় দেখা গিয়েছিল তাদের। প্রেমটা যদিও শুরু হয়েছিল ২০০৬ নাগাদ। সে সময় দু’জনেই পা রেখেছেন মুম্বাইয়ে। চোখে কিছু করে দেখানোর স্বপ্ন। 

এমন সময়েই ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে দু’জনের আলাপ। সেখান থেকেই প্রেম গাঢ় হয়, পরিণতি পায় বিয়েতে। মাঝে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে, কিন্তু গুরমীত-দেবীনার রসায়ন আজও একই রকম রয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এনএ