Alexa কোহেলির চোখে আনুশকার থেকে সুন্দরী যে বলিউড নায়িকা

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কোহেলির চোখে আনুশকার থেকে সুন্দরী যে বলিউড নায়িকা

 প্রকাশিত: ১১:২৭ ২০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১১:৫২ ২০ ডিসেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

সাম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা আনুশকা শর্মাকে বিয়ে করেছেন বিরাট কোহলি। সেই বিয়ে নিয়ে এখনো জোর চর্চা ভক্তদের মাঝে। রাজকীয় বিয়ের প্রতিটি মুহূর্ত সমর্থকরা উপভোগ করেছেন।

এমন সময়ে কোহলির একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে কোহলিকে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিতে। আইপিএল চলাকালীন এক নৈশপার্টিতে কোহলির সাক্ষাৎকার নিচ্ছিলেন ভিজে অনুষা দণ্ডেকর।

সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষা কোহলিকে প্রশ্ন করছেন, কোন বলিউড সুন্দরীর উপস্থিতে তিনি ক্রিকেট খেলতে চান? লাজুক হেসে কোহলিকে জবাব দিতে দেখা যায়, জেনেলিয়ার উপস্থিতে। কারণ জেনেলিয়া কিউট।

‘জানে তু ইয়া জানে না...’ খ্যাত জেনেলিয়া বর্তমানে অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে সুখে সংসার করছেন। সেলিব্রিটি কাপলের দুটি সন্তানও রয়েছে।

সাক্ষাৎকারে বিরাটকে অনুষা আরো প্রশ্ন করেন, তার প্রথম ডেটিং কতক্ষণ ছিল? উত্তরে বিরাট বলেন, মাত্র পাঁচ মিনিট। কারণ সে কুৎসিত ছিল।

ডেইলি বাংলাদেম/টিএএস

Best Electronics
Best Electronics