Alexa কোরিয়ান জনপ্রিয় পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

কোরিয়ান জনপ্রিয় পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৫৭ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১০:৫৮ ১৫ অক্টোবর ২০১৯

চোই-জিন-রি (সুল্লি)

চোই-জিন-রি (সুল্লি)

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড ‘কে-পপ’ এর লিড তারকা চোই-জিন-রি (সুল্লির) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাজধানী সিউলে নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে পুলিশ। জনপ্রিয় পপ ব্যান্ড ‘কে-পপ’ এর পাশাপাশি তিনি এফএক্স এরও প্রধান তারকা ছিলেন।

পুলিশ ধারণা করলেও সুল্লি ‘নো ব্রা’ আন্দোলনের জন্য বিতর্কিত হওয়ায় তার এমন মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়েছে, সুল্লি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজের বাড়িতে বসবাস করতেন। সোমবার তার ম্যানেজার বাড়িতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

২৫ বছর বয়সে দেশের সেরা ব্যান্ড গড়ে তোলা এই তারকার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করতে পারেনি সিউল পুলিশ। তবে তিনি মারাত্মক মানসিক চাপে ছিলেন বলে জানানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস