Alexa কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি

 প্রকাশিত: ১২:৩৬ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১২:৩৬ ২০ ডিসেম্বর ২০১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রামপুর ইউপি থেকে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম ওরফে হক সাহেব সামছুল হক’র ছেলে।

কোম্পনীগঞ্জ থানার এসআই মো.জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে রামপুর ইউপিতে ডাকাত দলের দুই গ্রুপের গুলাগুলির শব্দ শোনা যায়। ওই বন্দুক যুদ্ধে হক সাহেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তিনি পেশায় ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে ডাকাতিতে ব্যবহৃত কার্তুজ, অব্যবহৃত কার্তুজ, বন্দুক, ছুরি এবং কোরাবাড়ি উদ্ধার করে পুলিশ।

এ সময় গোলাগুলিরত অনেকে পুলিশের উপস্থিতি টের পেযে পালিয়ে যায় বলে দাবি করেন, এসআই মো.জাকির হোসেন।

ডেইলি বাংলাদেশ/এসকে