Alexa কোম্পানির পরিচয়ে ওষুধ বিক্রি, জরিমানা

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

কোম্পানির পরিচয়ে ওষুধ বিক্রি, জরিমানা

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:১০ ১৬ মে ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর জেনারেল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধি পরিচয়ে ওষুধ বিক্রি ও প্রতারণার অপরাধে নয়জনকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আয়েশা সিদ্দিকা ও নূরুল ইসলাম এ জরিমানা করেন। 

নির্বাহী হাকিম আয়েশা সিদ্দিকা বলেন, চিকিৎসকদের কক্ষের সামনে রোগীদের ধরে বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রির চেষ্টা করছেন কয়েকজন। এ সময় নয়জনকে আটক করা হয়। প্রথমে তারা বিভিন্ন কোম্পানির পরিচয় দিলেও পরে তারা কোম্পানির পরিচয়পত্র দেখাতে পারেননি। এ সময় তাদের সবার কাছ থেকে ৫শ টাকা করে জরিমানা আদায় করে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় আরো কয়েকজন দালাল পালিয়ে যায়। এছাড়া হাসপাতালের সামনে অস্থায়ী অন্তত ১০ দোকান উচ্ছেদ করা হয়। 

ডেইলি বাংলাদেশ/এমআর