Alexa কোন পরিবর্তন নেই কাজলের!

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কোন পরিবর্তন নেই কাজলের!

 প্রকাশিত: ০৯:১৩ ২৭ এপ্রিল ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

কাজল। প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজের ও পরিবারের সদস্যদের ছবি শেয়ার করেন তিনি। কিন্তু অকারণে কোন কিছু তিনি শেয়ার করেন না। তার প্রত্যেক ছবির পেছনে কোন না কোন কারণ থাকেই।

এবারো এমন এক স্থিরচিত্র শেয়ার করেছেন কাজল। যেখানে দেখা গেছে নব্বই দশকের তোলা কিছু ছবি।

মজার ব্যাপার হলো, এই ছবিটি শেয়ার করার পেছনেও রয়েছে এমনই এক কারণ। সেটি হলো, নব্বই দশক ও এখনকার কাজলের মধ্যে তেমন একটা পরিবর্তন নেই, মুলত সেটিই বোঝালেন তিনি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটির ক্যাপশনে কাজল লেখেন, আশা করছি, খুব একটা বদলাইনি।

সবশেষ তামিল ছবি ‘ভিআইপি টু’তে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। এতে তার সহশিল্পী ছিলেন ধনুশ।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics