Alexa কোন পথে হাঁটছেন রণবীর!

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

কোন পথে হাঁটছেন রণবীর!

 প্রকাশিত: ০৯:৪৬ ২২ মার্চ ২০১৮  

রণবীর সিং

রণবীর সিং

রণবীর সিং। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ছবি ‘পদ্মাবত’। এ ছবিতে তিনি আলাউদ্দিন খিলজি এর ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। তবে সম্প্রতি এমন একটা খবর এসেছে যা কিনা তার ভক্তদের মন ভেঙ্গে দিয়েছে।

রণবীর সিং এর কাছে হলিউডের ছবিতে কাজ করার সুযোগ এসেছিল। আর তাতে ভক্তরা মনে করেছে হয়তবা আর বলিউডের কোন ছবিতে দেখা যাবে না আলাউদ্দিন খিলজি রূপ রণবীরকে। তবে এই সব প্রশ্নের উত্তর দিলেন রণবীর নিজেই।

সম্প্রতি তিনি নিউজিল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখান থেকেই ফেসবুক লাইভে এসে রণবীর সিং বললেন, আমার কাছে হলিউড থেকে কাজ করার প্রস্তাব এসেছে ঠিকই কিন্তু আপাতত আমি সেটা করছি না। কেননা ‘গলি বয়’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এই কাজটা আমি ছেড়ে দেই।

তবে ভক্ত বলে কথা, প্রিয় তারকাকে কোন প্রশ্ন করবে না তা কি হয়? একজন প্রশ্ন করেন, আপনার কি হলিউডের ছবি পছন্দ। জবাবে রণবীর বলে, আমি অনেক হলিউডের ছবি দেখি। আর এতেই বুঝা যায় যে তিনি ইংরেজি ছবিতে অভিনয় করার ব্যপারে বেশ উৎসাহী।

ডেইলি বাংলাদেশ/টিএএস