Alexa কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে? 

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে? 

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৮ ১৫ জুলাই ২০১৯   আপডেট: ১৮:০৭ ১৫ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত থেকে দেশে ফেরার পরও সাবেক স্বামী হুসেইন মুহাম্মদ এরশাদের মরদেহ দেখতে না দেয়া ও তার ছেলে এরিক এরশাদের সঙ্গে দেখা করতে না দেয়ার অভিযোগ করেছেন বিদিশা। 

‘বাবার মৃত্যুতে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো (ভারত থেকে) ছুটে চলে এসেছি দেশে। কিন্ত দেশে এসেও বাধার শিকার আমি।’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা তার ফেসবুক পেজে এমনটাই লিখেছেন।

সোমবার নিজের ফেসবুক পেজে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা লেখেন, ‘কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে? আমার সাথে এরিককে কথাও বলতে দিচ্ছে না। দেখা করা তো দূরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’

রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এইচএম এরশাদ। 

এরপর এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এক আবেগঘন স্ট্যাটাসে দেন ‘এজন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics