Alexa কোচ বদলের হিড়িক চারদিকে 

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কোচ বদলের হিড়িক চারদিকে 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৩১ ১৮ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বকাপ শেষ হয়েছে কয়দিন হলো। তবে এরপরই উপমহাদেশের সব দেশে লেগেছে কোচ বদলের হাওয়া। বাংলাদেশের কোচের পদ বর্তমানে শূন্য। ভারত এরইমধ্যে বিজ্ঞাপন দিয়েছে কোচ চেয়ে।

একই পথের পথিক পাকিস্তান ক্রিকেট বোর্ডও। আফগানিস্তানের কোচ আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। শ্রীলংকার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহাসনও টলছে ভালোভাবেই। 

ভারতীয় মিডিয়ায় তাজা খবর, কোচ রবি শাস্ত্রীর একাধিপত্যের দিন শেষ। বিশ্বকাপ ব্যর্থতার কোচ হিসেবে আর নাও দেখা যেতে পারে শাস্ত্রীকে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পরে এই মঙ্গলবার নতুন কোচ ও সাপোর্ট স্টাফ খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোচ চেয়ে বিসিসিআই যে বিজ্ঞাপন দিয়েছে, সেখানে নানা শর্ত রেখেছে তারা। তবে বর্তমান কোচ রবি শাস্ত্রীসহ ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও বোলিং কোচ ভরত অরুণের ক্ষেত্রে একটা সুবিধা রাখা হয়েছে। নতুন করে আবেদন করতে হবে না তাদের।

বড় রদবদলের অপেক্ষায় পাকিস্তান ক্রিকেটও। পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। ইংল্যান্ডে থাকতেই পাকিস্তান তাদের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে চুক্তি আর নবায়ন না হওয়ার ব্যাপারে জানিয়ে দেয়। পাকিস্তানের সম্ভাব্য নতুন কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের নাম শোনা যাচ্ছে।   

এদিকে গত চার বছর ধরে আফগানিস্তানকে নিজ হাতে করে তৈরি করেছিলেন কোচ ফিল সিমন্স। তবে বিশ্বকাপে সেই আফগানিস্তানের পারফর্মেন্স সবার চেয়ে খারাপ। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টানা চারবার হারিয়েছিল আফগানিস্তান। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হারায় পাকিস্তানকেও। কিন্তু বিশ্বকাপে সব ম্যাচে হারের মুখ দেখে তারা। তখনই সিমন্স জানিয়ে দেন, বিশ্বকাপের পর আফগানিস্তানের কোচের দায়িত্বে আর থাকবেন না।

লংকান বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, বড় পরিবর্তন আনতে চান তারা। সেজন্য বর্তমান কোচ হাথুরুসিংহেকে সরে দাঁড়াতে বলতে পারে বোর্ড। পাকিস্তানি মিডিয়ায় খবর, হাথুরুসিংহের জায়গায় লংকানদের কোচ হতে পারেন বাবর-সরফরাজদের কোচ মিকি আর্থার।

উপমহাদেশের পাঁচ দলের বাইরে কোচ বদলের হাওয়া লেগেছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের। ইংলিশদের হেড কোচ ট্রেভর বেলিস আগেই জানিয়েছেন, আসন্ন অ্যাশেজ সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন।

কোন দলের নতুন কোচ কে হচ্ছেন, এসব নিয়েই হয়তো সামনে ব্যস্ত থাকবে ক্রিকেটপাড়ার আড্ডা। 

ডেইলি বাংলাদেশ/এএল/সালি
 

Best Electronics
Best Electronics