Alexa কোকেনসহ ব্রাজিলের প্রেসিডেন্টের সফরসঙ্গী আটক

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

কোকেনসহ ব্রাজিলের প্রেসিডেন্টের সফরসঙ্গী আটক

নিউজ ডেস্ক   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৩ ২৭ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোকেনসহ ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর সফরসঙ্গী বিমান বাহিনীর কর্মকর্তা সার্জিয়ান্ট সিলভা রদ্রিগেজকে আটক করা হয়েছে। স্পেনের বিমানবন্দরে তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

ওই কর্মকর্তা ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর সঙ্গে জাপানের ওসাকায় ধনী দেশগুলোর সংগঠন জি-২০ এর সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। সিএনএন, টেলিগ্রাফ

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জেয়ার বোলসোনারো জাপান যাওয়ার পথে মঙ্গলবার রাতে স্পেনে যাত্রা বিরতি দেন। তখন ৩৯ কেজি কোকেইন পরিবহনের অভিযোগে ৩৮ বছর বয়সী সার্জিয়ান্ট সিলভা রদ্রিগেজকে আটক করে স্পেনের নিরাপত্তা বাহিনী। বিষয়টি খতিয়ে দেখতে সামরিক বাহিনীর তদন্ত কমিটি গঠন করে ঘটনাটির তদন্ত চলছে। তবে বোলসোনারো ও আটক হওয়া বিমান বাহিনীর কর্মকর্তা ভিন্নভিন্ন বিমানে ছিলেন।

বিমান বানিহীর কর্মকর্তা আটকের ঘটনায় প্রেসিডেন্ট বোলসোনারো বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে স্পেনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এবং বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ