Alexa কেমন পাত্র খুঁজছেন সোনাক্ষী?

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কেমন পাত্র খুঁজছেন সোনাক্ষী?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:১০ ২২ জুলাই ২০১৯   আপডেট: ১০:১১ ২২ জুলাই ২০১৯

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অনেক তো হলো, এবার বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজছেন এই অভিনেত্রী! মূলত সুশীল পাত্রই চান তিনি। সোনাক্ষীর ধারণা, এমন পাত্রের দেখা পাওয়া নাকি বলিউডে খুবই দুষ্কর।

এদিকে মেয়ের বিয়ের জন্য সোনাক্ষীর বাবা-মায়েরও ঘুম হারাম হওয়ার মত অবস্থা। এখন এমন খবরই বলিপাড়ার আকাশে-বাতাসে ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে সোনাক্ষী নিজেই জানিয়েছেন, তার বাবা-মা নাকি সুশীল পাত্রের সঙ্গে প্রেম করতে বলেছেন। বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া নাকি খুবই দুষ্কর।

সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ইন্ডাস্ট্রির কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না। এমন প্রশ্নের জবাবে সোনাক্ষী সোজাসাপ্টা জানান, মা-বাবা চান যাতে কোনো সুশীল পাত্রের সঙ্গে প্রেম করি। কিন্তু বলিউডে এমন পাত্র কে আছে বলুন।

ওই অনুষ্ঠানে সোনাক্ষী আরো জানান, বয়ফ্রেন্ড যদি কোনো দিন বিশ্বাসঘাতকতা করে, তাহলে পরের দিন দেখার জন্যে তিনি আর বাঁচবেন না।

ডেইলি বাংলাদেশ/জেডআর
 

Best Electronics
Best Electronics