Alexa কেন্দ্রীয় ১৪ দলের সভা রোববার

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

কেন্দ্রীয় ১৪ দলের সভা রোববার

 প্রকাশিত: ১০:২৯ ২ জুন ২০১৭  

আগামী ৪ জুন (রোববার) আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হবে। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। ডেইলি বাংলাদেশ/এসআই