Alexa ‘কেউ দায়ী নয়’ লিখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

‘কেউ দায়ী নয়’ লিখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

জাককানইবি প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৬ ২৯ আগস্ট ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জারমিন আক্তার জুঁই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশের পাশে "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়" লেখা একটি চিরকুট পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল চরপাড়ায় অবস্থিত শেখ মঞ্জিল ছাত্রীবাসের দ্বিতীয় তলার একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। 

নিহত শিক্ষার্থী জামালপুর সদরের বাগেরহাট গ্রামের জুলহাস হোসের মেয়ে।

জুই এর বান্ধবী শীলা সাদিয়া বলেন, জারমিন আক্তার জুঁই আমাদের সঙ্গে বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত বিভাগের ক্লাসে উপস্থিত ছিল। ক্লাস শেষে কিভাবে এ ঘটনা ঘটলো আমরা বলতে পারছি না।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার  ওসি আজিজুর রহমান।

ডেইলি বাংলাদেশ/এমএইচ