Alexa ‘কৃষ্ণের মতো বাঁশি শুনলে গরু বেশি দুধ দেয়`

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

‘কৃষ্ণের মতো বাঁশি শুনলে গরু বেশি দুধ দেয়`

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৩৬ ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ১৭:৫৩ ২৭ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কৃষ্ণের মতো সুরেলা বাঁশি শুনলে বেশি দুধ দেয় গরু। চমকপ্রদ এই দাবি জানিয়েছেন অসামের শিলচরের বিজেপি এমপি দিলীপ কুমার পাল। তার এই দাবি গবেষণাগারে পরীক্ষিত সত্য বলেও জানিয়েছেন এমপি। 

গত শনিবার বরাক উপত্যকার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গরু সম্পর্কে এই অভিনব তথ্য জানিয়েছেন এমপি। মঙ্গলবার এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যদি কৃষ্ণের অনুকরণে বাঁশির সুর শোনানো যায় তবে গরু অনেক বেশি দুধ দেয়। বিষয়টি বিজ্ঞানসম্মত ভাবে পরীক্ষিত হয়েছে।' 

এমপির দাবি, গুজরাটের এক এনজিও কয়েক বছর আগে বাঁশির সুরের সঙ্গে দুধ উৎপাদনের যোগসূত্র পরীক্ষা করে সদর্থক প্রমাণ পেয়েছে। কিন্তু হিন্দু দেবতার বাঁশিতে বাঁধা সুর কি ভিন্ন ধর্মাবলম্বী বিদেশি গরুদের পছন্দ হবে?

ডেইলি বাংলাদেশ/এমএস