Alexa কুয়েত থেকে সব ফিলিপিনোকে দেশে ফেরার ডাক দুতার্তের

ঢাকা, রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

কুয়েত থেকে সব ফিলিপিনোকে দেশে ফেরার ডাক দুতার্তের

 প্রকাশিত: ১৩:৪৭ ২৯ এপ্রিল ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে কুয়েত থেকে তার দেশের সব শ্রমিকদের দেশে ফিরে আসার আহবান জানিয়েছেন।

কুয়েতে কয়েকজন ফিলিপিনো নারী শ্রমিক নিগৃহীত হওয়ার পর দুটি দেশের মধ্যে এ নিয়ে কূটনৈতিক টানাপড়েন চলছে। কুয়েত ফিলিপাইনের এক রাষ্ট্রদূতকে সম্প্রতি বহিষ্কার করার পর দুতার্তে দেশপ্রেমের অনুভূতি থেকেই তার দেশের নাগরিকদের দেশটি থেকে ফিরে আসার আহবান জানালেন।

দুতার্তে বলেছেন, কুয়েতে ফিলিপাইনের নাগরিকদের ওপর যা ঘটছে তা আমি আর মেনে নিতে পারছি না। তারা ফিলিপিনোদের পছন্দ করছে না। কুয়েত সরকার আমাদের ওপর ক্ষুব্ধ। আমি দেশটিতে ফিলিপিনোদের পুরোপুরি কর্মসংস্থান বন্ধে উদ্যোগ নেব। কুয়েত সফরে যাওয়ার কথা আছে দুতার্তের এবং আলোচনায় বনিবনা না হলে দেশটি থেকে ফিলিপিনোদের পুরোপুরি দেশে ফেরতের ঘোষণাও দিতে পারেন তিনি। আল-আরাবিয়া

ডেইলি বাংলাদেশ/এসআই