কুয়াকাটায় সামুদ্রিক জাদুঘর উদ্বোধন
প্রকাশিত: ১৪:৪০ ৬ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৪:৫০ ৬ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মত নির্মাণ করা হয়েছে সামুদ্রিক জাদুঘর। সমুদ্র ও সমুদ্র উপকূলীয় জানা অজানা ইতিহাস ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে ব্যক্তি উদ্যোগে এ জাদুঘর নির্মাণ করা হয়।
লাইফ একুরিয়াম, ফিস মিউজিয়ামসহ সমুদ্র ভিত্তিক নানা উপকরণে সজ্জিত এ মেরিন মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন নবীনপুর থ্রি পয়েন্টে ইউএনও মুনিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
যাদুঘরটির উদ্যোক্তা রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা।
এ সময় পর্যটকসহ সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সব শ্রেণির দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এ সামুদ্রিক জাদুঘরটি উন্মুক্ত থাকবে।
ডেইলি বাংলাদেশ/এমকে