Alexa কুড়িগ্রামে ছয় লাখ টাকার ইয়াবাসহ আটক ১

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

কুড়িগ্রামে ছয় লাখ টাকার ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৮ ১৬ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে ছয় লাখ টাকার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক আবদুল মালেক ওই উপজেলার বামনের চরের আলেক শেখের ছেলে। বুধবার সকালে গয়টাপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে।

বিজিবির ৩৫ ব্যাটালিয়নের গয়টাপাড়া বিওপির কমান্ডার সুবেদার শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গয়টাপাড়া সীমান্তে অবস্থান নিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। এ সময় দুই হাজার ১৫৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে দুপুরে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর