কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছরের জেল
কুষ্টিয়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২৭ ১১ মার্চ ২০২০

জেলা জজ আদালত কুষ্টিয়া
কুষ্টিয়া খোকসায় স্ত্রী শারমিন আক্তার ভানু হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কান্দিগাঁওয়ের মাসুক মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ২৮ মার্চ রাতে খোকসার পাইকপাড়া মির্জাপুরে বাবার বাড়ি থেকে শারমিন আক্তার ভানুর রক্তাক্ত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মামলা করেন নিহতের ভাই শামসুল আলম। ওই বছরের ৩০ আগস্ট আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আসামি দেলোয়ারকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।
ডেইলি বাংলাদেশ/এআর