Alexa অসাম্প্রদায়িক চেতনা ঘোচাতে পূজায় মুসলমান স্বেচ্ছাসেবক

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

অসাম্প্রদায়িক চেতনা ঘোচাতে পূজায় মুসলমান স্বেচ্ছাসেবক

কুষ্টিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৩ ১৬ মে ২০১৯   আপডেট: ১৩:২৯ ১৬ মে ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের পাথরকালী পূজা চলছে আর এ আয়োজনে স্বেচ্ছাসেবকসহ নানাভাবে সহযোগিতা করছেন মুসলমানরা। কুষ্টিয়ার বারখাদায় প্রতিবছরই এ পূজাকে ঘিরে দেখা যায় অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। 

২০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে ঐতিহ্যবাহী মাঠবাসিনী পাথর কালী পূজা। পূজায় আসা হিন্দু ধর্মাবলম্বীরা জানান, আমরা এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে এই অনুষ্ঠান আয়োজনে সাহায্য করি। এই পূজাতে আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবারই মঙ্গল কামনাই করে থাকি।

বারখাদা সার্বজনীন পূজা কমিটির সভাপতি গৌর বিশ্বাস বলেন, এখানে আমাদের কোন হিংসা বিদ্বেষ নেই। এখানকার মুসলমানরা আমাদের সাহায্য সহযোগিতা করেন।

সংগঠক মাজহার মুন্না বলেন, সামাজিকভাবে যাতে কোন সমস্যা না হয় তাই আমরা সবাই এই অনুষ্ঠান উদযাপনে সব ধরনের সহযোগিতা করে থাকি। আমরা এখানে ধর্ম বর্ণ কোন বিভেদ করি না। সবাই যেন সবার ধর্ম ঠিকভাবে পালন করতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছি।

পূজা কমিটির প্রত্যাশা, এমন অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত হোক পুরো দেশ। প্রতিবছর বৈশাখ মাসের শেষ দিনটিতে উদযাপিত হয় এই পূজা।

ডেইলি বাংলাদেশ/জেএস