Alexa কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৩ ২ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত মণ্ডলের ছেলে রুবেল ও একই গ্রামের মসলেম মণ্ডলের ছেলে ভাংগন মণ্ডল।

জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ১৯ অক্টোবর দৌলতপুরের সীমান্তবর্তী মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে রুবেল ও ভাংগন মণ্ডলকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৮ সালের ২৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

ডেইলি বাংলাদেশ/এমআর