কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪
প্রকাশিত: ১৩:১৫ ২২ নভেম্বর ২০১৯ আপডেট: ১৪:৩০ ২২ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এ ঘটনা ঘটে।
দগ্ধদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডাস্ট কালেক্টর সেকশন থেকে লাগা আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে বয়লারটি বিস্ফোরিত হয় বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এডমিন তুহিনুল ইসলাম জানান, কারখানায় রাতের শিফটে কাজ চলছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে চার শ্রমিক দগ্ধ হন। রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, এর আগে সরকারি ছুটি দেয়ায় শুক্রবারও আমাদের দিয়ে কাজ করানো হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/টিআরএইচ