Alexa কুষ্টিয়ায় প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

কুষ্টিয়ায় প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪২ ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ২১:৪৫ ২৯ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার মো. তারিকুল ইসলাম তারিক ওই উপজেলার অঞ্জনগাছী চাঁদপাড়া গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।

মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র‍্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে এসএসসি পরীক্ষার প্রশ্নের প্রলোভন দেখিয়ে পোস্ট দেন। পরে পরীক্ষার্থীদের সঙ্গে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উদ্ধার করা আলামতসহ গ্রেফতার তারিকুল ইসলামকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর