Alexa কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

 প্রকাশিত: ১০:০৮ ২২ ডিসেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি ওই ব্যাক্তি ডাকাত দলের সদস্য।

শুক্রবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।

কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, সড়কে গাছের সাথে রশি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics