Alexa কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুদকের অভিযান

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুদকের অভিযান

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৮ ১২ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেছে দুদক। কলেজের সাবেক অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এ অভিযান চালানো হলো।  

দুদকের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া ও দুদক-কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন। 

ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা ও কিছু শিক্ষক-কর্মচারীর দুর্নীতি নিয়ে তদন্ত করা হয়। তারা কিছু কাগজ নিয়ে যান। দুদক কর্মকর্তারা কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া, হিসাব রক্ষক আবদুল হান্নান ও সহকারী হিসাব রক্ষক কাজী জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া বলেন, দুদকের হট লাইনে কলেজের বিভিন্ন বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে। সেসব বিষয়ে দুদক কর্মকর্তারা কথা বলেছেন। তার মধ্যে সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহার বিষয়টি ছিল। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ