Alexa কুমিল্লায় ৩৬ জনের মনোনয়ন বাতিল

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

কুমিল্লায় ৩৬ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লা প্রতিনিধি

 প্রকাশিত: ২১:২৭ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২১:২৭ ২ ডিসেম্বর ২০১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার ১১ আসনের মধে ১০ আসনের ৩৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার বিকেলে ঋণ খেলাপি, কাগজপত্রের ত্রুটির কারণে তাদের মনোনয়ন বাতিল হয়ে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি আবুল ফজল মীর।
কুমিল্লা-১ আসনে ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাশির আহমেদ, জাতীয় পাটির সৈয়দ ইফতেকার আহসানের মনোনয়ন বাতিল হয়েছে।

কুমিল্লা-২ আসনে হোমনা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন, মো. রবিউল ইসলাম, জাসদের বড়–য়া মনোজিত ধীমন, মো. সারোয়ার হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে।

কুমিল্লা-৩আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে আহসানুল আলম কিশোর, বিএনপির প্রার্থী কেএম মজিবুল হক, এনপিপির মো. নজরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মোস্তাক আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী, জাগপার মোহাম্মদ আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন, মো. গোলাম কিবরিয়া, গণফোরামের মো. আকবর আমিন বা লের মনোনয়ন বাতিল হয়।

কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপী হওয়ার কারণে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), কাগজপত্রে সমস্যার কারণে স্বতন্ত্র প্রার্থী রেজভিউল আহসান মুন্সী, ইরফানুল হক সরকার, মো. মাহবুবুল আলম এবং উপজেলা চেয়ারম্যান হয়েও পদত্যাগ পত্র জমা না দেয়ার কারণে বিএনপির রুহুল আমিনের মনোনয়ন বাতিল করা হয়।

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুস, মো. আবুল কালাম ইদ্রিস, গণফোরামের শেখ আবদুল বাতেন, ইসলামী ঐক্যজোটের মো. শাহ আলমের মনোনয়ন বাতিল হয়েছে।

কুমিল্লা-৬ আসনে ৭জনের মধ্যে ২০ দলীয় জোটের সৈয়দ গোলাম মহিউদ্দিন বাতিলের তালিকায় রয়েছে।

কুমিল্লা-৭ আসনে ১২ জনের মধ্যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কায়সার আলম সেলিমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল, মো. ফয়েজ উল্ল্যাহ, এ.এফ.এম সোলায়মান চৌধুরীর মনোনয়ন বাতিল হয়।

কুমিল্লা-১০ আসনে ঋণ খেলাপীর কারণে বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূইয়া, বাংলাদেশ মুসলিম লীগের  মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. রুহুল আমিন চৌধুরীর মনোনয়ন ফরম বাতিল হয়।

কুমিল্লা-১১ আসনে জাকের পার্টির মো. তাজুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ