Alexa কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

 প্রকাশিত: ১১:১১ ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ১১:১৬ ২৮ আগস্ট ২০১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ঢাকার আশকোনা বাজারের কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে।

মঙ্গলবার সকালে কুমিল্লা-বুড়িচং সড়কের জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে আমিনুল ইসলাম স্ত্রী-সন্তানদের নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে কুমিল্লায় ফিরছিলেন।

সকাল সোয়া ৬টার দিকে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলাম (৪৫), তার স্ত্রী ইয়াসমিন (৩২), ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) ও মেয়ে আফসানা (১২) আহত হন।

তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফির মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/এসআই