Alexa কুমিল্লায় দুই উপজেলার জন প্রতিনিধিদের শপথ গ্রহণ

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

কুমিল্লায় দুই উপজেলার জন প্রতিনিধিদের শপথ গ্রহণ

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪৯ ১৬ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী জন প্রতিনিধিরা শপথ নিয়েছেন।  

রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নেন। অপরদিকে সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই গোলাম সারওয়ার তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নেন।

এদিকে কুমিল্লার আদর্শ সদরে ভাইস-চেয়াম্যান পদে তারিকুর রহমান জুয়েল ও নারী ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হোসনেয়ারা বেগম বকুল শপথ নেন।  

অন্যদিকে সদর দক্ষিণে আবদুল হাই বাবলু ও নারী ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপিকা নাছিমা আক্তার পুতুল শপথ নেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ