Alexa কুমিল্লায় গোপন বৈঠক থেকে সাত নারীসহ আটক ৯

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

কুমিল্লায় গোপন বৈঠক থেকে সাত নারীসহ আটক ৯

 প্রকাশিত: ১৭:৪৯ ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ১৭:৪৯ ২৮ আগস্ট ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

কুমিল্লার সদর উপজেলায় একটি বাড়িতে গোপন বৈঠককালে বিপুল পরিমাণ জিহাদী ও ধর্মীয় বইসহ নয় জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাত জনই নারী।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বিজয়পুর এলাকার একটি বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মো. মামুনুর রশিদ জানান, সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের স্কুল শিক্ষক মাওলানা মোকবুল হোসেনের বাড়িতে বেশ কয়েকজন গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বৈঠকস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদী ও অন্যান্য বইসহ বাড়ির মালিক স্কুল শিক্ষক মোকবুল হোসেন ছাড়াও আবদুল কাদের এবং সাত নারীকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃত মোকবুল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদালয়ের ধর্মীয় শিক্ষক। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

ডেইলি বাংলাদেশ/আরআর