Alexa কুমিল্লায় ইংরেজিতে পুনঃনিরীক্ষণের আবেদন বেশি

ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

কুমিল্লায় ইংরেজিতে পুনঃনিরীক্ষণের আবেদন বেশি

কুমিল্লা প্রতিনিধি

 প্রকাশিত: ১২:৫১ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১২:৫১ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৮ এর ফল পুনঃনিরীক্ষণে ১২ হাজার ৮৫৩ জন আবেদন পড়েছে। এর মধ্যে ইংরেজিতে ২ হাজার ৯০৪ শিক্ষার্থী আবেদন করে।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৫৬০ আর গণিত বিষয়ে আবেদন করেছে ২ হাজার ৩৩৫ শিক্ষার্থী।

২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের এসব আবেদন গ্রহণ করা হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম বলেন, আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।

২০১৮ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯২ হাজার ৮১১ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয় ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। যার শতকরা পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪২ জন। ২০১৭ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিলো ৬২ দশমিক ৮৩ শতাংশ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ