Alexa কুবি শিক্ষার্থী জাকিরকে বাঁচাতে এগিয়ে আসুন

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৪ ১৪২৬,   ১৯ মুহররম ১৪৪১

Akash

কুবি শিক্ষার্থী জাকিরকে বাঁচাতে এগিয়ে আসুন

খোরশেদ আলম, কুবি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৯ ১৮ জুলাই ২০১৯   আপডেট: ১৬:২১ ১৮ জুলাই ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাকির হোসাইন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গণিত বিভাগের শিক্ষার্থী। শিক্ষাবর্ষ: ২০১৫-১৬। 'হেপাটাইটিস-বি’এর আক্রমনে ‘লিভার সিরোসিস’ সমস্যায় ভুগছে। চিকিৎসা বাবদ দরকার অন্তত ৪০ লক্ষ টাকা। সে সবার সাহায্যপ্রার্থী।

জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামে। পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সে সবার ছোট। বাবা পল্লী চিকিৎসক, মা গৃহিণী।

জাকির ঢাকার বিআরবি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত সে অচেতন অবস্থায় রয়েছে।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরের জ্ঞান ফেরাটা জরুরি। চিকিৎসা ও আনুষঙ্গিক খরচসহ অন্তত ৪০ লক্ষ টাকা খরচ হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তার মূল চিকিৎসা করাতে হবে অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না।

জানা যায়, কয়েকদিন আগে জাকির অসুস্থ হয়। ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে জানানো হয় সে 'হেপাটাইটিস-বি' আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে ভুগছে।

এদিকে আইসিইউতে অবস্থানসহ অন্যান্য খরচ বাবদ জাকিরের জন্য প্রতিদিন অন্তত ৬০ হাজার টাকা লাগছে।

এত টাকা সংগ্রহ ও চিকিৎসা বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যয় করা জাকিরে পরিবারের পক্ষে অসম্ভব।

তাই তার পরিবার ও সহপাঠীরা হাত বাড়িয়েছে সমাজের বিত্তবানসহ সব পেশার মানুষের কাছে। সবার সহযোগিতায়-ই ফিরে আসতে পারে জাকির।

ডেইলি বাংলাদেশ/এমএইচ