Alexa কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ সেপ্টেম্বর 

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ সেপ্টেম্বর 

খোরশেদ আলম, কুবি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪৬ ১৯ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি নিধারণ করা হয়েছে।

৮ নভেম্বর সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সময় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে (cou.ac.bd) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে ৯টায় কুবি কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেইলি বাংলাদেশ/এমএইচ