Alexa কুবিতে ফায়ার সার্ভিসের আগুন প্রতিরোধ মহড়া

ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

কুবিতে ফায়ার সার্ভিসের আগুন প্রতিরোধ মহড়া

 প্রকাশিত: ২১:৩৯ ২৬ এপ্রিল ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফায়ার সার্ভিসের আগুন প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সংগঠন ‘ক্যাফে মার্কেটিং’ এর আয়োজনে এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কুমিল্লার অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ‘ফায়ার সেফটি এন্ড আর্থকোয়েক ডিজেস্টার ম্যানেজমেন্ট ওয়ার্কস্টেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কুমিল্লা জোনের সহকারী ডিরেক্টর মো: ইয়াহিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মো: কামাল উদ্দীন, বাংলা বিভাগের সভাপতি এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

ডেইলি বাংলাদেশ/এসআই