Alexa কুকুরকে সাবান দিয়ে গোসল করাতে ব্যস্ত দুই শিম্পাঞ্জি! ভিডিও ভাইরাল

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কুকুরকে সাবান দিয়ে গোসল করাতে ব্যস্ত দুই শিম্পাঞ্জি! ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:২৩ ৬ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:২৬ ৬ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোডি আন্তলে নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্ট থেকে সম্প্রতি আপলোড করেছেন একটি ভিডিও। আর তা আপলোড করার পরই ভাইরাল হয়েছে। আপলোডের পর প্রায় ছয় লাখেরও বেশি লোক দেখে ফেলেছেন সেই ভিডিও। 

সেই ভিডিওতে, কোডি ছাড়াও রয়েছে দু’টি শিম্পাঞ্জি ও একটি সাদা রঙের কুকুর। তাদের কাণ্ডকারখানা দেখতেই এখন মেতে উঠেছে নেটদুনিয়া।

ভিডিওতে দেখা যাচ্ছে, গামলার মধ্যে সাবান মাখিয়ে সাদা রঙের কুকুরটিকে গোসল করাচ্ছেন কোডি। আর পাশে বসে তা দেখছে দুই শিম্পাঞ্জি। এর পর কোডি শিম্পাঞ্জিদের হাতে সাবান দিলে, তারাও সেই সেটি নিয়ে ঘষতে থাকে কুকুরটির গায়ে। এ ভাবেই কুকুরটির গায়ে ভালো করে সাবান মাখিয়ে দেয় তারা। শিম্পা়ঞ্জির কাছে গোসল করা কুকুরটিও বেশ উপভোগ করছিল তা ফুটে উঠেছে তার অভিব্যক্তিতেই।

কুকুরের গোসল শেষ হলে, গামলায় বসে গোসল শুরু করে কোডি ও শিম্পাঞ্জি দু’টি। সেই সময় কোডিকেও সাবান মাখাচ্ছিল ওই দুই শিম্পাঞ্জি। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics