‘কি মায়া’ নিয়ে এলো সাগর
বিনোদন প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:০৫ ১৬ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৮:৩৭ ১৬ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
এই প্রজন্মের সংগীতশিল্পী সাগর তালুকদার। মন মাতানো বেশকিছু গানের মাধ্যমে এরই মধ্যে শ্রোতাদের বেঁধেছেন সুরের মায়াজালে। কণ্ঠের জাদুতে তৈরি করেছেন আলাদা এক বলয়। সম্ভাবনাময় এ তরুণের ভালোবাসা দিবসে প্রকাশ করেছেন ‘কি মায়া’ শিরোনামের গান।
মাসুদ পারভেজ রুবেলের কথা ও সুরে এই গানটির সঙ্গীতায়োজন করেছেন অনিরূদ্ধ শুভ। ব্যতিক্রমী গল্পে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন সাখাওয়াত মিঠু। ভিডিওটিতে দেখা গেছে টিভি অঙ্গনের পরিচিত মুখ মুকুল জামিল, আরহী ইসলাম, সাগর ও মাসুদকে।
গানটি নিয়ে সাগর তালুকদার বলেন, ‘কি মায়া’ গানটি একজন প্রেমিক এবং একজন পরীকে নিয়ে। অনেক সময় নিয়ে কাজটি করেছি আমরা। গানটির সঙ্গে দারুণ একটা গল্প তৈরি হয়েছে ভিডিওটির মাধমে। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
জানা গেছে, ‘কি মায়া’ গানটি এসএম মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এনএ