Alexa কি-বোর্ডে F ও J এর নীচে থাকা দাগের অর্থ কী?

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

কি-বোর্ডে F ও J এর নীচে থাকা দাগের অর্থ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২০ ১৫ মে ২০১৯   আপডেট: ১৬:২৪ ১৫ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগে কলম-কাগজের পাট অনেকটাই প্রায় চুকে গিয়েছে৷ এখন দুহাতে কম্পিউটারের কী-বোর্ডে টাইপ আর টাইপ৷ ছাপা অক্ষরেই মনের প্রতিফলন৷ বেশিরভাগ ক্ষেত্রেই আজ কম্পিউটার আমাদের সঙ্গী৷ কিন্তু এই কম্পিউটারকে কতটা চেনেন আপনি? ভালো করে তাকে দেখেছেন কী? তাহলে বলুন তো কি-বোর্ডে F আর J-এর নীচে থাকা দাগের অর্থ কী? কেন থাকে এই দুটি দাগ? এটা পড়েই কী-বোর্ডে চোখ বুলিয়ে নিলেন তো? তাহলে জানিয়ে রাখি কেন এই দাগ দুটি দেওয়া থাকে৷

অনেকেই দেখে থাকবেন কী-বোর্ডে অক্ষরের দ্বিতীয় সারিতে F আর J এর নীচে ছোট্ট দুটি দাগ উঠে রয়েছে৷ শুধুমাত্র এই দুটি লেটারের নীচেই তা রয়েছে, অন্য কোথাও আর তার দেখা পাবেননা৷ বলা হয়, কী-বোর্ডে যাতে আঙুলগুলোকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি৷

টাইপের স্পিড থেকে নির্ভুলভাবে একনাগাড়ে টাইপ করার জন্যই এমন একটি ব্যবস্থা করা হয়েছে৷ যাতে কী-বোর্ডের ওপর ঝুঁকে পড়ে দেখতে না হয় কোন সারিতে বা কোন অক্ষরে আপনি রয়েছেন৷ এই দুটি ছোট্ট দাগই বুঝিয়ে দেয় যে আপনি কোন লাইনে রয়েছেন৷ এতে স্ক্রিনের দিকে তাকিয়ে কী-বোর্ডে আঙুল চালিয়েই আপনি টাইপ করে যেতে পারেন৷

আবার অনেকের মতে, যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ বা সমস্যা রয়েছে তারা অনুভবের মাধ্যমে বুঝতে পারেন, কী-বোর্ডের কোন স্থানে রয়েছেন, ফলে নির্ভুল টাইপ করা সম্ভবপর হয়৷

ডেইলি বাংলাদেশ/জেএমএস