Alexa কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২১ ১৪ আগস্ট ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগেঞ্জর বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার শ্যামপুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রাফাত আলীর ছেলে ফুরকান ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে শরীফ।

বাজিতপুর থানার এএসআই রাসেল জানান, বাক্কার মেম্বারের সঙ্গে ফারুক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ফারুকের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে বাক্কারের লোকজনের ওপর হামলা চালায়। এতে ফুরকান ও শরীফ গুলিবিদ্ধ হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফুরকানকে মৃত ঘোষণা করেন এবং শরীফকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে শরীফও মারা যান।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics