Alexa কিডনিতে অটোগ্রাফ চাইলেন ভক্ত! অতঃপর শ্রদ্ধা যা করলেন...

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

কিডনিতে অটোগ্রাফ চাইলেন ভক্ত! অতঃপর শ্রদ্ধা যা করলেন...

 প্রকাশিত: ১৭:০১ ২১ জুলাই ২০১৭  

তারকাদের কাছ থেকে এখন ভক্তরা অটোগ্রাফের চাইতে ফটোগ্রাফ নিতেই ভালোবাসেন। মানে প্রিয় তারকার সঙ্গে সেলফি। তবে অটোগ্রাফ চাওয়াও যে একেবারেই কমে গেছে তা নয়। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছ থেকেও এক ভক্ত অটোগ্রাফ চাইলেন। কিন্তু শ্রদ্ধা দিলেন না। ব্যস্ততার জন্য নয়, বরং ওই ব্যক্তি এমন জায়গায় অটোগ্রাফ চেয়েছেন যা অসম্ভব ছিল শ্রদ্ধার জন্য। কারণ কিডনিতে অটোগ্রাফ দেয়া তো খুব একটা বুদ্ধিমানের কাজ নয়! শ্রদ্ধাও তাই ফিরিয়ে দিয়েছেন ভক্তকে। জানিয়েছেন, কাগজের ওপরে অটোগ্রাফ দিকে রাজি আছেন। নিজের টুইটারে নতুন ছবির প্রচারণা চালানোর সময় ঘটেছে এ ঘটনা।