Alexa কাশ্মীর ইস্যুতে ‘ক্ষুব্ধ’ শোয়েব কী বললেন?

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কাশ্মীর ইস্যুতে ‘ক্ষুব্ধ’ শোয়েব কী বললেন?

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:০৫ ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:০৮ ১৪ আগস্ট ২০১৯

শোয়েব আখতার। ফাইল ছবি

শোয়েব আখতার। ফাইল ছবি

এবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার মুখ খুলেছেন। তিনি কাশ্মীরিদের পাশে থাকার কথা জানিয়ে বলেছেন, কাশ্মীর মানেই বলিদান। কাশ্মীরের ‘স্বাধীনতা’র জন্য তিনি প্রার্থনা করেন।

চলতি মাসের শুরুতেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৫এ ও ৩৭০ দেশটির রাজ্যসভায় বাতিল হয়ে যায়। ভারতীয় এই সিদ্ধান্ত অনুযায়ী এখন জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক দুটি কেন্দ্রীয় অঞ্চলে পরিণত হবে। 

এ ঘোষণার পরই ইসলামাবাদ ক্ষোভে ফেটে পড়ে। ভারতের সঙ্গে পাকিস্তান সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ‍দুই দেশের মধ্যে চলাচল করা সমঝোতা এক্সপ্রেসও বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, এর আগে একই ইস্যুতে পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ এবং প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি টুইট করে প্রবল সমালোচনা করেছিলেন। 

ডেইলি বাংলাদেশ/জেডআর

Best Electronics
Best Electronics