Alexa কাশ্মীরি নারীদের সুরাক্ষায় এগিয়ে আসার আহ্বান শিখদের 

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কাশ্মীরি নারীদের সুরাক্ষায় এগিয়ে আসার আহ্বান শিখদের 

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৯ ১৪ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরি নারীদের নিয়ে কয়েকজন বিজেপি নেতার মন্তব্যে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে কাশ্মীরি নারীদের সুরাক্ষা দেয়া ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন শিখ নেতারা।

ভারতের ন্যাশনাল হেরাল্ড পত্রিকার খবরে বলা হয়েছে, শিখ নেতারা তাদের সম্প্রদায়কে ধর্মীয় দায়িত্ব হিসেবে কাশ্মীরি মেয়েদের সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শিখ অকাল তখতের জাঠেদার গৈনি হারপিট সিং এক বিবৃতিতে বলেছেন, কাশ্মীরি মেয়েদের নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা সামাজিক মাধ্যমে যেসব নির্দেশনা দিচ্ছেন, তা কেবল অবমাননাকরই না; ক্ষমার অযোগ্য।

গৈনি হারপিট সিং বলেন, কিছু লোক কাশ্মীরি কন্যাদের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, এতে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এতে নারীদের অবমাননা করা হয়।

তিনি বলেন, ‘এ ছাড়া এসব লোকজন ভুলে যাচ্ছেন যে, একজন নারী হচ্ছেন- একজন মা, একজন কন্যা, একজন বোন ও একজন স্ত্রী। নারীদের সন্তান ভূমিষ্ঠের ক্ষমতা আছে।’

তিনি বলেন, কাশ্মীরি নারীরা আমাদের সমাজেরই অংশ। কাজেই তাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। কাশ্মীরি নারীদের সম্ভ্রম রক্ষায় শিখদের এগিয়ে আসতে হবে। এটিই আমাদের দায়িত্ব, এটিই আমাদের ইতিহাস।

ডেইলি বাংলাদেশ/জেএইচ
 

Best Electronics
Best Electronics