Alexa কালো গোখরাকে বস্তায় ভরার সময় প্রাণ গেল সাপুড়ের 

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

কালো গোখরাকে বস্তায় ভরার সময় প্রাণ গেল সাপুড়ের 

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২৩ ১৬ আগস্ট ২০১৯   আপডেট: ১৪:৫৬ ১৬ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কালো গোখরা ধরে নিয়ন্ত্রণে নেয়ার সময় তারই ছোবলে প্রাণ গেল এক সাপুড়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে।

সাপটিকে ধরার পর বস্তায় ভরার সময় সে সাপের ছোবলে সাগর মিয়া (৪৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সাপুড়ের বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউপির দুল্যা মুনসুর গ্রামে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে সাগর মিয়া খবর পেয়ে উপজেলার বেগম দুল্যা গ্রামের সেলিম মিয়ার বাড়িতে সাপ ধরতে যান। সেখানে সেলিম মিয়ার বসতঘরের মাটি খুঁড়ে একটি কালো গোখরা সাপ ধরেন। কিন্তু বস্তায় ভরার সময় সাগরের ডান হাতে ছোবল দেয় সাপটি।

এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ