Alexa কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:৫৪ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৬:৫৪ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন তরুণ ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউপির গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে আলী হোসেন, কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মসলেম উদ্দীনের ছেলে শামছুজ্জামান রিকু ও পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নসিমন চালক খাইরুল ইসলাম। 

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী বলেন, বুধবার সকালে নলডাঙ্গা বাজার থেকে দুই জন যাত্রী নিয়ে একটি নসিমন কালীগঞ্জ শহরে যাচ্ছিল। পথে নলডাঙ্গা সড়কের চাতালের সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক খাইরুল ইসলাম। 

এদিকে মঙ্গলবার রাতে ঝিনাইদহ যশোর সড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন স্যানেটারি ব্যবসায়ী শামছুজ্জামান রিকু। এ সময় তিনি বারোবাজার থেকে কালীগঞ্জ শহরে ফিরছিলেন। 

অন্যদিকে মঙ্গলবার সকালে নতুন মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসে কালীগঞ্জের মাহমুদপুর বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন আলী হোসেন। মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
 
ডেইলি বাংলাদেশ/এমকে