Alexa কার সঙ্গে প্রেম করছেন সারা? নিজেই জানালেন সেই কথা

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

কার সঙ্গে প্রেম করছেন সারা? নিজেই জানালেন সেই কথা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৭ ১২ আগস্ট ২০১৯  

সারা আলি খান

সারা আলি খান

অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করছেন সারা আলি খান। এ কথা এখন বলিউডে ওপেন সিক্রেট। তবে সারা কিংবা কার্তিক কেউ এ কথা প্রকাশ্যে স্বীকার করেন নি। আর তাই এবার নিজেই নিজের প্রেমের কথা ফাঁস করে দিলেন অভিনেত্রী। 

এদিকে, আজ বলিউডের এই স্টার কিডের জন্মদিনে। আর তাই এবারের জন্মদিনেই অভিনেত্রী প্রকাশ করলেন নিজের প্রেমিকের নাম। ইনস্টাগ্রামে সারা শেয়ার করলেন এমন এক ছবি, যা থেকে সবাই স্পষ্টই বুঝে গেলেন, ঠিক কার সঙ্গে প্রেম করছেন সারা।

 

আসল গল্পটা হলো, ডেভিড ধাওয়ান ফের তৈরি করতে চলেছেন ৯৫ সালের সুপারহিট ছবি কুলি নাম্বার ওয়ান। আর এই ছবিতেই ডেভিড পুত্র বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে।

সম্প্রতি সেই ছবিরই ফার্স্টলুক এল প্রকাশ্যে। যেখানে দেখা গেল বরুণের সঙ্গে প্রেমে মত্ত সারা আলি খান। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১ মে ৷

ডেইলি বাংলাদেশ/টিএএস