Alexa কার সঙ্গে ‘ক্যান্ডেল লাইট’-এ পপি?

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

কার সঙ্গে ‘ক্যান্ডেল লাইট’-এ পপি?

বিনোদন প্রতিবেদক- ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২৪ ২৭ জুন ২০১৯   আপডেট: ১৮:২৯ ২৭ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা পপি সিনেমার বাহিরে মাঝেমধ্যে কাজ ছোট পর্দায়। গেল ঈদেও ‘নায়িকার হানিমুন’ শিরোনামের একটি নাটকে দেখা গেছে তাকে। এবার নির্মাতা শাহীন সুমনের নির্দেশনায় ‘ক্যান্ডেল লাইট’ টেলিছবিতে দেখা যাবে তাকে। এতে পপির সঙ্গে দেখা মিলবে ঢাকাই ছবির আরে চিত্রনায়ক আমিন খানকে। 

জানা গেছে, বুধবার থেকে রাজধানীর উত্তরায় এই টেলিছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন পপি, আমিন খান দুজনেই।

‘ক্যান্ডেল লাইট’ টেলিছবিটির বিষয়ে পপি বলেন, বুধবার থেকে উত্তরায় ‘ক্যান্ডেল লাইট’ নামে টেলিছবির কাজ শুরু করেছি। এতে আমার বিপরীতে আমিন খান অভিনয় করছেন। এর আগেও আমরা দু’জন এক সঙ্গে বেশকিছু কাজ করেছি। আশা করি, নতুন এ কাজটি দর্শকরা পছন্দ করবেন।

নির্মাতা সুত্রে জানা গেছে,  ‘ক্যান্ডেল লাইট’ টেলিছবিটি আসছে ঈদুল আযহায় যেকোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ সিনেমাটি। সাদেক সিদ্দিক পরিচালিত এই ছবিতেও পপির বিপরীতে দেখা যাবে আমিন খানকে। এর বাহিরেও কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’, আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। 

ডেইলি বাংলাদেশ/এনএ