Alexa কার চুমু ভালো লাগে, জানালেন পরিণীতি নিজেই

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

কার চুমু ভালো লাগে, জানালেন পরিণীতি নিজেই

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৯ ২০ জুন ২০১৯  

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। একাধিক সিনেমায় সহ অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে অর্জুন কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও রয়েছে তার চুমুর দৃশ্য।

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো-তে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় তাকে প্রশ্ন করা হয়— তার মতে, অর্জুন কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে কে ভালো কিসার? জবাবে কেসরি অভিনেত্রী বলেন, অর্জুন ও আমার মধ্যে একটা অন্যধরনের সম্পর্ক রয়েছে। আমি যেমন, সে আমাকে তেমনভাবেই চলতে দেয়। আর অর্জুন ও সিদ্ধার্থের মধ্যে, আমি বলব অর্জুন ভালো কিসার। 

এসময় পরিণীতির সঙ্গে উপস্থিত ছিলেন তার বন্ধু টেনিস তারকা সানিয়া মির্জাও। এ সময় সানিয়া জানান, বলিউডের একজনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পরিণীতি। তবে কার সঙ্গে নায়িকার এমন সর্ম্পক সেটি খোলাসা করেননি।

বর্তমানে সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্য প্রস্তুত হচ্ছেন পরিণীতি। তার পরবর্তী সিনেমা ‘জবরিয়া জোড়ি’। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা।

ডেইলি বাংলাদেশ/টিএএস