Alexa কারাবন্দী কাদের খানের মনোনয়ন বৈধ

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

কারাবন্দী কাদের খানের মনোনয়ন বৈধ

গাইবান্ধা প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:১১ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৮:১১ ২ ডিসেম্বর ২০১৮

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা মামলার প্রধান আসামি জাপা নেতা কাদের খানের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার সেবাস্টিন রেমা।

রোববার দুপুরে কাদের খানের স্ত্রী ডা. নাসিমা খাতুন বলেন, স্বামীর নির্বাচনে অংশ নেয়ার জন্য নিয়মতান্ত্রিকভাবে আদালতের অনুমতি নেয়া হয়েছে। ২৩ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৯ নভেম্বর রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়েছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে কাদের খানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। কাদের খান জেলা কারাগারে রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এআর