কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২৩:২৪ ২৭ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ২৩:২৫ ২৭ ফেব্রুয়ারি ২০২১

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন।
শনিবার রাত ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে সেখানে পাঠান হয় আরও ইউনিট। মোট আট ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশিষ বর্ধন জানান, ১০ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ জন্য ৫০ মিনিটের বেশি সময় ধরে চেষ্টা চালিয়েছে মোট আটটি ইউনিট।
তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।
ডেইলি বাংলাদেশ/আরএস