কামরাঙা গাছে ৯ ফুটের অজগর, দেখতে কৌতুহলী জনতার ঢল
প্রকাশিত: ১৮:৩৪ ২০ অক্টোবর ২০১৯ আপডেট: ১৮:৫৬ ২০ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি কামরাঙা গাছের ডাল থেকে ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা শনিবার উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, সকালে রেজাউল করিমের বাড়ির কামরাঙা গাছের ওপর অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। সাপটিকে দেখে কৌতুহলী জনতার ঢল নামে ওই বাড়িতে।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে বন বিভাগের এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায়ের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ পরির্দশক জাহাঙ্গীর কবির বলেন, দি বার্ড সেফটি হাউসের সদস্যরা সাপটিকে উদ্ধার করে। খবর পেয়ে সেটিকে নিজেদের হেফাজতে রেখেছি। শিগগিরই অজগরটি বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে