Alexa কাবাডিতে ভারতীয় কোচ!

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

কাবাডিতে ভারতীয় কোচ!

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:১৩ ১২ জুন ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের কোচ হিসেবে ভারতের সাজু রামকে নিয়োগ দিয়েছে কাবাডি ফেডারেশন। সোমবার ঢাকায় আনা হয়েছে ভারতীয় এ কোচকে। জাকার্তা এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার কোচ ছিলেন তিনি। 

বিদেশ থেকে কাবাডির কোচিং স্টাফে টেকনিক্যাল ডিরেক্টর, ফিজিও এবং ট্রেনারদের উড়িয়ে আনা হচ্ছে। জাকার্তা এশিয়ান গেমস থেকে শূন্য হাতে ফিরেছে কাবাডি দল। নতুন করে শুরু করতে চান কাবাডি ফেডারেশনের কর্তারা।

ক্যাম্প কমান্ডার আরিফ মিহির জানান, আজ বিদেশি কোচিং স্টাফের অধীনে জাতীয় ও যুব দলের ক্যাম্প শুরু হয়। ১-৭ নভেম্বর ইরানের তেহরানে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রাথমিকভাবে ৬০ জনকে ডাকা হয়েছে। সিনিয়র বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন ৪৫ জন। ১২-১৪ জুন ট্রায়ালের পর সংখ্যা কমিয়ে দীর্ঘমেয়াদি ক্যাম্প চালিয়ে নিতে চায় ফেডারেশন।

বিশ্বকাপ, যুব বিশ্বকাপ, এসএ গেমস ও এশিয়ান গেমসের জন্য বিদেশি কোচের অধীনে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ফেডারেশন। এরই মধ্যে বিদেশি কোচ এসেছেন। এবার আসার পালা ইরানি ফিজিও হাসান এস্তাখর, ভারতীয় ট্রেনার ও টেকনিক্যাল ডিরেক্টর প্রাসাদ রাওয়ের। শিগগিরই তারা আসবেন বলে জানা গেছে। আপাতত এক বছরের চুক্তি হবে কোচ সাজু রামের সঙ্গে। তার কোচিং পছন্দ হলে ২০২২ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি হতে পারে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘আপাতত আমরা এসএ গেমসের জন্য বিদেশি কোচিং স্টাফ নিয়োগ দিচ্ছি। ভালো ফল পেলে এশিয়ান গেমস পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।’

ডেইলি বাংলাদেশ/আরএস